ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশনে যুবকের ঝুলন্ত মৃতদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
কমলাপুর রেলস্টেশনে যুবকের ঝুলন্ত মৃতদেহ

ঢাকা: রাজধানীর কমলাপুরে রেলস্টেশনের ভেতরে প্ল্যাটফর্ম থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নয়ন প্রকাশ হেয়ারী (২৭) নামের ভবঘুরে ওই যুবক কমলাপুর রেলস্টেশন এলাকাতেই থাকতেন।

বুধবার (৫ এপ্রিল) বেলা ২টার দিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, নয়ন প্রকাশ হেয়ারী নামের এই যুবক ভবঘুরে প্রকৃতির। কমলাপুর রেলস্টেশন এলাকাতেই থাকতেন। কমলাপুরে পানির লাইনের কর্মীদের সঙ্গে কাজও করতেন তিনি।

এসআই আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে ৬ নম্বর প্ল্যাটফর্মের ২০ নম্বর পিলারের পাশে ছাদের রেলিংয়ের পাইপের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নয়নের মৃতদেহ দেখতে পান ট্রেনের কর্মীরা। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।