ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দর্শনা সীমান্ত থেকে ২২ স্বর্ণের বার জব্দ, চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
দর্শনা সীমান্ত থেকে ২২ স্বর্ণের বার জব্দ, চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ২২টি স্বর্ণের বার জব্দসহ সাঈদ খান (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।

সাঈদ খান দামুড়হুদা উপজেলার দর্শনা গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেল যোগে এক ব্যক্তি জীবননগরের উথলী এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে দর্শনার দিকে যাবেন। পরে বিজিবির একটি বিশেষ টহল দল উথুলী এলাকায় অবস্থান নেয়। সকাল ১১টার দিকে উথলী অতিক্রম করে দর্শনার দিকে যাওয়ার পথে সাঈদকে ধাওয়া করে দর্শনা রেল ক্রসিংয়ের পাশ থেকে চার কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণেরবার ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। আটক স্বর্ণের বারের বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা।

স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে সাঈদকে আটক করা হয়। আটক সাঈদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।