ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম, একজনের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম, একজনের স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী অপর্ণা আক্তার ইতিকে (১৯) কুপিয়ে জখম করেছে মো. ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী নামে এক ছিনতাইকারী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ওই ছিনতাইকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

বুধবার (০৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি ইমরানের জবানবন্দি রেকর্ড করেন।

এছাড়া অপর আসামি ছিনতাইকারী মো. শাহজাহানকে কারাগারে পাঠানোর আদেশ দেন অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মাহিউদ্দিন আল আমিন দুই আসামিকে আদালতে হাজির করেন। ইমরান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং শাহজাহানকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ইমরানের স্বীকারোক্তি রেকর্ড এবং শাহজাহানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

সিএমএম আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রণপ কুমার এ তথ্য জানান।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে বাড্ডার আনন্দনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গত ২ এপ্রিল রাত ১১টার দিকে হেঁটে জিম থেকে বাসার দিকে যাচ্ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইতি। রাত সোয়া ১১টার দিকে আফতাবনগর ‘সি’ ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে মেইন রোডে পৌঁছালে দুই ছিনতাইকারী গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। তারা ছাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।