ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ধানক্ষেতে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ

বরিশাল: নিখোঁজ হওয়ার দুই দিন পর বরিশালের উজিরপুর উপজেলা থেকে হেমন্ত লাল হালদার (৭০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার বরাকোঠা গ্ৰামের দুই নম্বর ওয়ার্ড হরিমার্কেট সংলগ্ন বাড়ৈ বাড়ির পাশে ধানক্ষেতের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে স্থানীয় সুভাষ তার বাঙ্গি ও ধানক্ষেতে গেলে এক জায়গায় অনেক মাছি উড়তে দেখেন। তখন তিনি কাছে গিয়ে একজনের মরদেহ পড়ে দেখে থানায় অবহিত করে। আর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। মৃত হেমন্ত লাল হালদার দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। কিন্তু নিখোঁজ হওয়ার এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি তারা।

মৃত কৃষকের সঙ্গে কারো কোনো শত্রুতা বা বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।