ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘরের আড়ায় ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ঘরের আড়ায় ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

বরিশাল: বরিশালের গৌরনদীতে নিজ বাড়ি থেকে ইতি আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ইতি আক্তার ওই মহল্লার মানিক শরীফের মেয়ে এবং নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

স্বজনরা জানান, বুধবার (৫ এপ্রিল) দুপুরে বসতঘরের দোতালার আড়ার সঙ্গে ইতির ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।