ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের সঙ্গে পিটার হাসের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
শিশুদের সঙ্গে পিটার হাসের ইফতার

ঢাকা:  শিশুদের সঙ্গে ইফতার করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (৫ এপ্রিল) বিকেল থেকে রাজধানীর বাড্ডা এলাকার কাঁঠালদিয়ার ফাতেমা ডেলস পার্কে এই ইফতারের আয়োজন করা হয়।

এ সময় পিটার হাস এবং তার সহধর্মী শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটান।

আয়োজনে শিশুদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঢাকার বাড্ডা এলাকার ৫০ শিক্ষার্থী এবং অবিন্তা কবির ফাউন্ডেশনের ৩০ জন শিক্ষার্থী ও তাদের শিক্ষকরা ইফতারে অংশ নেন। আয়োজনে শিক্ষার্থীরা হামদ-নাথ পরিবেশন করে।

মার্কিন সরকার ধর্মীয় স্বাধীনতার প্রচার এবং বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির অগ্রগতির প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই ইফতার অনুষ্ঠানটি এই প্রতিশ্রুতির একটি উদাহরণ বলে জানানো হয় আয়োজনে।

এছাড়া মার্কিন দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এবং দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে ইফতারের মাধ্যমে সকল পটভূমির লোকেদের একত্রিত হওয়ার এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে বলেও জানানো হয়।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বিভিন্ন কার্যক্রমের মধ্যে মার্কিন দূতাবাসের সঙ্গে এখানে আসা শিশু শিক্ষার্থীরা জড়িত। এই শিক্ষার্থীরা তাদের প্রতিদিনের লেখাপড়ার পাশাপাশি ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং ভালো করছে। এটা অবশ্যই আগামীতে আরও ভালো হবে বলে আশা করি। আর আমি এই রমজানে আপনাদের সবার সঙ্গে ইফতারে অংশ নিতে পেরে আনন্দিত। আপনাদের সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা।

আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তার সহধর্মীনি অ্যামি হাস, ডেপুটি চিফ অফ মিশন হেলেন লাফেভ, পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা শন ম্যাকিনটোশ, কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা শারলিনা হোসেন-মর্গান, আমেররিকান অ্যাম্বাসির ভাষা দক্ষতা কেন্দ্রের পরিচালক জাভেদ হায়দায়, ফাতেমা ডেলস পার্কের মালিক ফাতেমা জহির, অবিন্তা কবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবা আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।