ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ধরা ১০০ মণ মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ধরা ১০০ মণ মাছ জব্দ

ভোলা: ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা সময়ে জাটকা পরিবহনের সময় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৪ হাজার কেজি (১০০ মণ) জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৬ মার্চ) মেঘনার ইলিশা পয়েন্ট থেকে এ মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেপ্টন্যান্ট কাজী আল-আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে হাকিমুদ্দিন থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।

এ সময় লঞ্চটি থেকে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মোট ১০০ মণ মাছ জব্দ করা হয়। তবে মাছের কোনো মালিকানা খুঁজে পাওয়া যায়নি। জব্দকৃত মাছ এতিমাখানা, মাদরাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ মাছের মধ্যে জাটকা, পোয়া ও তপসে মাছ ছিল। জাটকা সংরক্ষণে কোস্টগার্ডের এ অভিযাণ অব্যাহত রয়েছে।  

ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেকুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল ইলিশসহ সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।