ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার আসাদুজ্জামান হিরু

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‌‘পালিত পুত্র’ পরিচয় দিতেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হিরুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাটকারী এবং কাদেরের ‘পালিত পুত্র’ বলে নিজেকে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরু ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আসাদুজ্জামান হিরুকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।