ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ১১টি মাদক মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
গফরগাঁওয়ে ১১টি মাদক মামলার আসামি গ্রেফতার সোহেল মিয়া

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ১১ মাদক মামলার আসামি সোহেল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।



বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারি পরোয়ানামূলে ওই মাদক ব্যবসায়িকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল আদালতে পাঠিয়েছে পাগলা থানা পুলিশ।  

এর আগে গতকাল বুধবার (৫ এপ্রিল) রাতে নিজ বাড়ি থেকে মাদকবিক্রেতা সোহেলকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুজ্জামান।  

ওসি জানান, সোহেল উপজেলার উস্থি ইউনিয়নের নূরাপাড়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে। তিনি এলাকার চিহ্নিত গাঁজা ও ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।