ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্র্যান্ডের নামে লোকাল পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
ব্র্যান্ডের নামে লোকাল পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় অতিরিক্ত দামে জুতা বিক্রি এবং লোকাল জুতায় ব্র্যান্ডের নাম ব্যবহার করায় তিনটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের ফরিদুল হুদা রোডে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

অভিযানে এলিগ্যান্স ফুটওয়্যার ও ফুট প্রিন্টকে চার হাজার টাকা করে ও গোল্ডেন মাইলকে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়।  

অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের গায়ে অতিরিক্ত দাম বসিয়ে বিক্রি করছে এ তিনটি দোকান। এছাড়া ফুট প্রিন্ট নামের দোকানটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে লোকাল পণ্য বিক্রি করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ