ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
আগৈলঝাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু দিয়া বাড়ৈ ওই গ্রামের দেবাশীষ বাড়ৈর মেয়ে।

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খেলা করতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দিয়া। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার স্বজনেরা। পরে পুকুর থেকে দিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে শিশুটি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।