ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ২১ লাখ টাকার হেরোইন জব্দ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
কুষ্টিয়ায় ২১ লাখ টাকার হেরোইন জব্দ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ১ কেজি ৮০ গ্রাম মালিকবিহীন হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের গোবিন্দপুর এলাকা থেকে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস এ মাদক জব্দ করা হয়।

 

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সাদিয়া এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় যাত্রীবাহী বাস থেকে তল্লাশি করে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা। পরে জব্দ করা হিরোইন সদর দপ্তরের জমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।