ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩০ বছরের সাজা পূর্ণ হলো না চান মিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
৩০ বছরের সাজা পূর্ণ হলো না চান মিয়ার

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া (৬৫) নামে ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক বন্দী মারা গেছেন। গত ৫ এপ্রিল অসুস্থতাজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার আমিনুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের একটি ওয়ার্ডে মারা যান বন্দী চান মিয়া। তিনি নারায়ণগঞ্জ কারাগারের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। অসুস্থতাজনিত কারণে নিয়ম অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারের শরণাপন্ন হয়ে কারা রক্ষীদের পাহারায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, ওই কয়েদীর মৃত্যুর কারণ হিসেবে প্রমাণপত্রে Due to irreversible cardiorespiratory arrest Due to acute exacerbation of COPD উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, চান মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা ছিলেন। ফতুল্লা থানার একটি মামলায় তার ৩০ বছরের সাজা হয়ে ছিল। তার কয়েদি নম্বর-৩৯৪১/এ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।