ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সুজানগরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
সুজানগরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

পাবনা: পাবনার সুজানগরের নাজিরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের গোরস্থান মোড়ের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের মো. বাকীবিল্লাহ শেখের ছেলে হামজা (১০) ও মো. সাগর শেখের ছেলে সাহাব উদ্দিন (৯)।  

দু’জনই পাশ্ববর্তী উদয়পুর মাদরাসায় পড়াশোনা করেন।  

পারিবারিক সূত্রে জানা গেছে, আপন দুই চাচাতো ভাই সকালে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। এরপর দুপুরে বাড়ির পাশের নদীর ক্যানালে গোসলে নামতে গিয়ে তলিয়ে যায়। এরপর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে স্থানীয় ক্যানালে ভাসতে দেখে। এ সময় উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।  

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।