ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মামার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
মামার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. ‍মুয়িন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৮ এপ্রিল) উপজেলার সরমহল এলাকায় ঘটনা ঘটে।

 

মো. ‍মুয়িন তার বাবা ও মায়ের সঙ্গে মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। নিহত শিশুর বাবা মাইনুল ইসলাম রাজাপুরে উপজেলার উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারা রাজাপুর সদরের বাসিন্দা।  

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল  জানান, সরমহলের বাসিন্দা কবির মল্লিকের বাসায় তার বোন ও ভাগিনা বেড়াতে আসেন। শনিবার সকালে শিশু মুয়িনকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুজির পর দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন।

পরিবারের লোকজন তাকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।