ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার ঈদ উপহারে আপ্লুত যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
বসুন্ধরার ঈদ উপহারে আপ্লুত যুবক বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার নিচ্ছেন দপ্তরি সাইদুর রহমান

হবিগঞ্জ: হবিগঞ্জে অসচ্ছল এক যুবককে ঈদ উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহার পাওয়া সাইদুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার বহুলা প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন দপ্তরি।

বসুন্ধরার পক্ষ থেকে তাকে ৫০ কেজি চাল, ৫ কেজি করে আলু, পেঁয়াজ, আটা, তিন কেজি করে ছোলা, চিনি, মসুর ডাল, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ ও দুই প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।

সাইদুরের বাবা বেঁচে নেই। অল্প বেতনের চাকরিতে তার কষ্টের সংসার। এ অবস্থায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতা পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। সাইদুর বসুন্ধরা গ্রুপের কর্তৃপক্ষের জন্য দোয়া করেন।

হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান ও শুভসংঘের সাধারণ সম্পাদক জনি এ উপহার হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।