রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ঘাগড়া কলেজ মাঠে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষরা নিজেদের ঐতিহ্যবাহী পোষাক পরিচ্ছদ পড়ে ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রার আগে কলেজ মাঠে পাহাড়ি শিশু ও তরুণীরা মনোজ্ঞ ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ঘাগড়া বাজার ঘুরে কাঁঠালবাগানস্থ ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনা সভায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য রঞ্জন মণি চাকমা।
বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উদযাপন কমিটির আহবায়ক অমিত দেওয়ানের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব উপ্ত চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে চাকমা, অনুষ্ঠান উদযাপন কামটির যুগ্ম আহবায়ক সেন্টু তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এখন কোনো জাতি সত্ত্বার মধ্যে সীমাবদ্ধ নেই। উৎসবটি পাহাড়ে বসবাসরত সব জাতি সত্ত্বার কাছে পৌঁছে গেছে। এ দিনটিতে পাহাড়ি-বাঙালি কোনো ভেদাভেদ থাকে না। সব জাতি সত্ত্বা মিলে মিশে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএ