ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাটকা বিক্রির অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
জাটকা বিক্রির অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে সাত প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সাতটি মাছের আড়ৎ থেকে দুই হাজার ৬১৭ কেজি জাটকা জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর সমন্বয়ে জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।  

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা জাটকা সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।

তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে সাতটি মাছের আড়ৎকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতটি প্রতিষ্ঠানের মধ্যে রাসেল মাছের আড়ৎকে ৮ লাখ ১০ হাজার টাকা, মাইদুল এন্টারপ্রাইজ মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, রহমান মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, আল্লাহ ভরসা মাছের আড়ৎকে ২ লাখ ৫ হাজার টাকা, শিব শংকরী মাছের আড়ৎকে ৪ লাখ ১০ হাজার টাকা, তাহমিনা মাছের আড়ৎকে ৫ হাজার টাকা ও জগন্নাথ মাছের আড়ৎকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১০ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ৬১৭ কেজি জাটকা জব্দ করার পর বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায়, দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।