ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় নিজ বাসায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
গেন্ডারিয়ায় নিজ বাসায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া দীননাথ সেন রোডের একটি বাসা থেকে মোশারফ হোসেন খান (৬৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোশারফ একজন ব্যবসায়ী। তার পরিবার কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে- ব্যবসার কারণে বিভিন্ন লোকজনের কাছ থেকে তিনি টাকা পয়সা নেন। ব্যবসায় লাভবান হতে না পারায় হতাশাগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।