ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী নিহত  প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্পের সামনে ট্রাকচাপায় টিপু লস্কর (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

টিপু লস্কর একই উপজেলার শ্রীরামপুর এলাকার লতা লস্করের ছেলে।  

স্থানীয়রা জানান, কালীগঞ্জের বলিদাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন টিপু। পথে বৈশাখী তেল পাম্প এলাকায় গেলে যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তার বাইকটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ওই ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় টিপু।

পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সর্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা এতথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।