ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ভোলা: ভোলার দৌলতখান ও লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (২) ও লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭)।
 
এ ঘটনায় দৌলতখান ও লালমোহন থানায় দুইটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সকালে বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফারুক ও ফারিয়া। এদিকে বাড়িতে বেশ কিছু সময় ধরে শিশু ‍দুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরটি থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

লালমোহন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে দুই থানায় দুইটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।