ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
মতলবে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বুধবার (১২ এপ্রিল) বিকেলে জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

নুর হোসেন রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় মুন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারকে  আট হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ওই বাজারে মূল্য উল্লেখবিহীন পণ্য পাওয়ায় সিঙ্গাপুর কসমেটিকসকে দুই হাজার ও মুন কসমেটিকসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।