ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
বরগুনায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

বরগুনা: বরগুনায় হিট স্ট্রোকে কমলেশ ভদ্র (৪০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের সদরঘাট কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে পোল্টি ফার্মের গাড়ি থেকে মুরগী নামানোর সময় অসুস্থ হয়ে মারা যান তিনি।

মৃত কমলেশ ভদ্র বরগুনা সদর উপজেলার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের জাপানি ব্যারাকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ২৫ বছর যাবৎ বরগুনা শহরে হ্যান্ডেলিং লেবারের কাজ করে আসছিলেন।

জানা যায়, পোল্টি ফার্মের একটি গাড়ি থেকে মুরগী নামানোর কাজ শেষ হওয়ার পর, সদরঘাট জামে মসজিদের সিঁড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কমলেশ ভদ্র। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তানিয়া পারভীন জানান, হাসপাতালে আসার আগেই কমলেশের মৃত্যু হয়েছে। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।