ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
বুধবার (১২ এপ্রিল) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, রেল লাইন দিয়ে হাঁটছিলেন ওই কিশোর। সে সময় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় কাটা পড়ে ওই কিশোর। এতে ঘটনাস্থলে মারা যায় সে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার হরিপদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।