ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
ফেনীতে ২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস জব্দ

ফেনী: ফেনীতে ২৬ লাখ টাকার ভারতীয় থ্রি পিস জব্দ করেছে বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনস্থ ফেনী ব্যাটালিয়ন (বিজিবি-৪)।  

বুধবার (১২ এপ্রিল) দিনগত রাতে বিশেষ অভিযানে থ্রি পিসগুলো জব্দ করা হয়।



বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে দেবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৮৪/৩-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফেনাপুস্করনী নামক স্থানে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ৭৪৫ পিস ভারতীয় থ্রি পিস জব্দ করা হয়। ভারতীয় থ্রি পিসের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭ হাজার ৫শ টাকা।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।