ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করতে হবে: খুবি উপাচার্য

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করতে হবে: খুবি উপাচার্য

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সময়ের পরিবর্তন ও সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। এখন সব কিছুই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর।

এজন্য আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করতে হবে। আর এর সূচনা করতে হবে প্রাথমিক শিক্ষা স্তর থেকেই। তাহলে দেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাও বিশ্বমানে উন্নীত হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ‘সময়ের চাহিদা ও শিক্ষা সংস্কারে অব্যাহত প্রচেষ্টা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে রাখতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম আইন বিষয়ে পাঠদান শুরু হয়। আজ সময়ের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এবং ফলাফল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে এসেছে। আমরা চাই বা না চাই পরিবর্তন আসবেই। এ পরিবর্তনের সঙ্গে টিকে থাকতে হলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে নতুন যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এটি বিশ্বমানের। এর সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। এমনকি ৫ম শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। এজন্য প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে হবে। যাতে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে বিশ্বের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।  

তিনি আরও বলেন, আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষের প্রয়োজন। এ সোনার মানুষ তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমাদের সবাইকে ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোদ্ধা হতে হবে।

ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষানুরাগী স্বপন দাশ।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বেতাগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। সভা সঞ্চালনা করেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ, শুভদিয়ার অধ্যক্ষ বটু গোপাল দাস।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।