ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
কালিহাতীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নামপরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে প্রাইভেটকারটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ওই মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় এলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক যাত্রী নিহত হন এবং আহন হন চারজন। স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।