ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্পষ্টভাষী মানুষ ছিলেন ডা. জাফরুল্লাহ: বঙ্গবীর কাদের সিদ্দিকী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
স্পষ্টভাষী মানুষ ছিলেন ডা. জাফরুল্লাহ: বঙ্গবীর কাদের সিদ্দিকী

সাভার (ঢাকা): ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে কৃষক শ্রমীক ও জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন, স্পষ্টভাষী মানুষ ছিলেন। মানুষের প্রয়োজনে তিনি কথা বলতে দ্বিধাবোধ করতেন না।

তিনি মানুষের প্রয়োজনে ছুটে যেতেন। তার চলে যাওয়াটা খুব কষ্টের।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এর আগেও কয়েক বার আমি এখানে এসেছি বিভিন্ন কারণে। তিনি মানুষকে মূল্যায়ন করতেন। তিনি একবার এখানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা আয়োজন করেছিলেন তখন এসেছিলাম।  তিনি দলমতের ঊর্ধ্বে ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, তবে শেষ কয়েকটি বছর যেভাবে তিনি হুইল চেয়ারে অন্যের সহযোগিতায় চলতেন তার চেয়ে তার চলে যাওয়াটাই ভালো হয়েছে। আমরা সবাইতো পৃথিবিতে চিরকাল থাকতে আসিনি। তারপরও কষ্ট হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএফ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।