ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনায় অভিযান চালিয়ে দেড় কোটি রেণু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
ভোলার মেঘনায় অভিযান চালিয়ে দেড় কোটি রেণু জব্দ

ভোলা: ভোলার মেঘনায় অভিযান চালিয়ে দেড় কোটি চিংড়ির রেণুসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মেঘনার ইলিশা পয়েন্ট থেকে এসব গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় পাচারকালে একটি নৌকাসহ রেণু জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত রেণু মেঘনার তুলাতলী পয়েন্টে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।