ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ২ দুর্ঘটনাকবলিত বাস-পিকআপভ্যান

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।

 

রোববার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার দিওর বটতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- দিনাজপুর বীরগঞ্জের ভোগনগর এলাকার আব্বাস আলীর ছেলে গোলাম রব্বানী (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আজাদ (৩৭)। এদের মধ্যে রব্বানী দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও আজাদ পিকআপভ্যান চালক।  

আহত ১২ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত কারও নামপরিচয় জানা যায়নি।  

জানা গেছে, যাত্রীদের নিয়ে নাবিল পরিবহনের বাসটি দিনাজপুরে ফিরছিল। পথে বিরামপুরের দিওর বটতলী বাজারে বাসটির সঙ্গে লাউ বোঝাই ঢাকাগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়ি দুইটির চালক নিহত হন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।