ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ২

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

 

আটকরা হলেন- কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩৫) ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলার পারুয়া গ্রামের মৃত ইসমাইল আলী মো. মোস্তফা (৩০)।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ খবর পেয়ে শনিবার (১৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে শাজাহানপুর উপজেলার জব্বার হোটেলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় খাগড়াছড়ি থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা দুইজনকে আটক করা হয়। তারা কুমিল্লা থেকে উঠে গাঁজাগুলো নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল।  

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।