ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এসি মেরামতকালে ২য় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসি মেরামতকালে ২য় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় এসি মেরামতের সময় নিচে পড়ে রাকিবুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এসি মিস্ত্রী হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

রাকিবুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আ. সালাম জানান, রাকিবুলের বাড়ি টাঙ্গাইল জেলায়। বর্তমানে আশুলিয়া জামগড়া এলাকায় থাকেন। তার (আ. সালাম) সঙ্গেই এসি মিস্ত্রীর কাজ করতেন তিনি।

আ. সালাম আরও জানান, আজ (১৮ এপ্রিল) তারা তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় পদ্মা গার্মেন্টসের বিপরীত পাশে গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তিন তলা ভবনে এসি মেরামতের কাজে আসেন। ২য় তলায় সানশেডের (কার্নিশ) ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন রাকিবুল। এসময় তার কোমরে (সেফটি) রশি বাঁধা ছিল। তবে কোমর থেকে রশি কোনোভাবে খুলে গেলে সেখান থেকে নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।