ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে নারীসহ ৪ মাদক কারবারি আটক

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঈশ্বরদীতে নারীসহ ৪ মাদক কারবারি আটক

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় ১ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের ১ কেজি ৪৬৫ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে পাবনার ঈশ্বরদী বাজারের পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার মৃত আমজাদ হোসেনের মেয়ে মেরজাহাতুন খাতুন (৩৬) পাবনার ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার আজম মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (২৭) রাজশাহীর গোদাগাড়ী থানার চর-বোয়ালমারী এলাকার মৃত সেত্তাজ আলীর মেয়ে গোলবাহার (৫০) নওগাঁর আত্রাই থানার পারকাসুন্দিয়ার সেরাজুল ইসলামের মেয়ে শেনারা খাতুন (২১)।

মঙ্গলবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন

র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় বাংলানিউজকে জানান, দীর্ঘদিন থেকে ওই মাদক কারবারিরা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় হেরোইন বিক্রয় করে আসছিল।  

মঙ্গলবার বিকেল ৫টায় ঈশ্বরদীতে হাতবদল করে বেঁচাকেনার সময় পাবনার ঈশ্বরদী বাজারের পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনের থেকে ১ কোটি ৩৯ লাখ মূল্যের ১ কেজি ৪৬৫ গ্রাম হেরোইনসহ  চারজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে জানান, র‌্যাব-১২ সদস্যরা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। এছাড়া হেরোইন জব্দ করে আটক চার জনকে থানায় নেওয়া হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জব্দ করা আলামতসহ তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হব।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।