ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রায় বেশি ভাড়া নেওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিসকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঈদযাত্রায় বেশি ভাড়া নেওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিসকে জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুরে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১৫০ টাকা অতিরিক্ত নেওয়ায় শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৯  এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি চন্দ্র বিকাশ এ জরিমানা আদায় করেন।

তিনি জানান, বুধবার ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সদর উপজেলার বাসস্ট্যান্ড ও প্রেমতলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালানো হয়। দুপুরে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসে করে ঢাকা থেকে শরীয়তপুরে আসা এক যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাই। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় বাসটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।