ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধোবাউড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ধোবাউড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌণে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মন্নাছের ছেলে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুমলতান বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত প্রায় ৭-৮ মাস ধরে ভারতীয় বন্য হাতির দল সীমান্ত পেরিয়ে এসে ফসলি জমি ও ঘরবাড়িতে আক্রমণ করে আসছে। আজকেও (১৯ এপ্রিল) এই আক্রমনের ঘটনা ঘটলে স্থানীয়রা দলবেঁধে হাতির দল তাড়াতে ধাওয়া দেন। এ সময় অসাবধানতাবশত ওই হাতির পায়ে পিষ্ট হয়ে সুমন মিয়ার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।