ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঘুষ নিয়ে ঢাকার মালয়েশিয়া হাইকমিশনের দুই কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ঘুষ নিয়ে ঢাকার মালয়েশিয়া হাইকমিশনের দুই কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা ইস্যু বাবদ ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সে দেশের কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ফ্রি মালয়েশিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

যে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন পুরুষ ও অন্যজন নারী। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। মালয়েশিয়ায় তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ওই দুই সন্দেহভাজন কর্মকর্তার ব্যাংক হিসাবে ‘সন্দেহজনক লেনদেন’ সংঘটিত হওয়ার তথ্য উদঘাটন করেছে।  

দুই কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট ২০টির বেশি ব্যাংক হিসাব ও আনুমানিক ৩ দশমিক ১ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (সাড়ে ৭ কোটি টাকা) জব্দ করেছে এমএসিসি। জব্দ করা সম্পদের মধ্যে ৮টি প্লটও রয়েছে।

এমএসিসির মুখ্য কমিশনার আজম বাকি দুই কর্মকর্তাকে রিমান্ডে নেওয়ার বিষয় নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ও অ্যান্টি মানি লন্ডারিং, অ্যান্টি টেররিজম ফাইন্যান্সিং অ্যান্ড প্রসিডস অব আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টের অধীন তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।