ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় গ্রাম্য দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।  এছাড়া এ সময় বকুল মোল্যা নামে এক কৃষককে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

বর্তমানে তিনি গুরুতর আহতাবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।  

শুক্রবার (২১ এপ্রিল) এ ঘটনায় সালথা থানায় একটি এজাহার দায়ের করেছে একটি পক্ষ।  

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সালথার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

এলাকাবাসী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সমর্থক মুন্নু মোল্লার লোকজন ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনের সমর্থক আতিক মাতুব্বরের লোকজনের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত বকুল মোল্যা তুগুলদিয়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে ও তিনি আনোয়ার হোসেনের সমর্থক। বকুলকে উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ ব্যাপারে একটি এজাহার পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কাজ করছি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।