ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের জামাতে দেশ-জাতির মঙ্গল কামনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
বায়তুল মোকাররমে ঈদের জামাতে দেশ-জাতির মঙ্গল কামনা  ঈদের নামাজ শেষে দোয়া। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সারাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের সবকটি সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান। নামায শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা।

এর আগে বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত হয় সকাল ১০টায়।  

এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসেন। প্রথম দুটি জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে লম্বা লাইন ধরে মসজিদে প্রবেশ করেন মুসল্লিরা।

এদিন ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।