ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী ছবি: ফোকাস বাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (এপ্রিল ২২) সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান।

কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতাকর্মী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

পরে প্রধানমন্ত্রী বিচারক এবং কুটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।