ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না ইমরান ও রিফাতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না ইমরান ও রিফাতের

সাতক্ষীরা: সাতক্ষীরায় ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সুজন গাজী (২৫) নামের আরেকজন।

শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেনের এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রিফাত হোসেনের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ঈদের কেনাকাটা শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের তারা মারাত্মক আহত হয়।

নিহত ইমরান ও রিফাত তালা উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে। এছাড়া আহত সুজন গাজী নিজ বাড়িতে চিকিৎসাধীন।

আহত সুজন গাজী জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ইমরান মারা যায়। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রিফাতের মৃত্যু হয়। তাদের দুই ভাইয়ের মরদেহ শনিবার সকালে বাড়িতে পৌঁছেছে।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।