মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সাবেক মেম্বর সাহাবুদ্দিন বলেন, সাদিয়া রাস্তা পার হচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আরআইএস