ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আজও বাড়ি ফিরছেন মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আজও বাড়ি ফিরছেন মানুষ ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে গাবতলীতে ভিড় নেই ঘরমুখো মানুষের। কিছু সংখ্যক মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন।

রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।  

রাজধানীর বেশির ভাগ মানুষ ঈদের আগেই নাড়ির টানে বাড়ি ফিরেছেন। তবে শ্রমজীবীদের বড় একটি অংশ জীবিকার তাগিদে নগরীতে থেকে যান। তারাই এখন পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন।  

ঢাকা-ফরিদপুর রুটের দিগন্ত পরিবহনে করে মো. আমির যাবেন ফরিদপুর। এ চাকরিজীবী বলেন, পারিবারিক কারণে ঈদের আগে বাড়ি যেতে পারিনি। আজ পরিবার নিয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে।

সাকুরা পরিবহনের যাত্রী ফরিদ আহমেদ নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, এখন আমাদের দক্ষিণবঙ্গে বাসে বাড়ি যাওয়া অসুবিধা হয় না। তবে আমি ব্যক্তিগত কারণে ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছি। আশা করছি, তেমন ভোগান্তি হবে না। এখন ঠিকঠাক বাড়ি যেতে পারলেই হয়।

হানিফ পরিবহনের টিকিট বিক্রেতা মো. হাওলাদার বলেন, আজ বাড়ি ফেরা মানুষের চাপ একদম নেই। ঈদের দিন একটু চাপ ছিল। আজ সকাল থেকে আমাদের বাস ছেড়ে গেছে খুলনার ৮টি ও বরিশালের ৫টি। সবকটি বাসের সিট পুরোপুরি ফিলাপ ছিল না। সঠিক সময়ে সবকটি বাস ছেড়ে গেছে।  

উত্তরবঙ্গের গাবতলী কাউন্টারের শ্যামলী পরিবহনের ম্যানেজার প্রভাত রায় বাংলানিউজকে বলেন, আজ তেমন চাপ নেই যাত্রীদের। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই টিকিট বিক্রি করছি। এবার শুধুমাত্র একটি দিন চাপ ছিল সেটা হলো ২০ এপ্রিল। সকাল থেকে আমাদের বাস ছেড়ে গেছে ৮টি।

তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার আগে ঈদের সময় যাত্রীর অনেক চাপ থাকতো। এখন আর সেই চাপ নেই। সব চাপ এখন সায়দাবাদে।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।