ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কারাবন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
কারাবন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ: ঈদকে কেন্দ্র করে এবার নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।  

রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে বন্দিদের সঙ্গে তাদের স্বজনরা সাক্ষাতের জন্য কারাগারে ভিড় করেন।

পরে নিয়ম মেনে বন্দিদের তাদের স্বজনদের সাক্ষাতের সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সকালে কারাগারের ভেতরে ঈদের নামাজ আদায় করেছেন কারাবন্দি ও কারারক্ষীরা। এছাড়া ঈদের দিন কারাগারে বিশেষ খাবারের আয়োজন ছিল বন্দিদের জন্য। তবে এবার গরমের কথা মাথায় রেখে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ছিল না।  

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার নাসির আহমেদ বাংলানিউজকে বলেন, এবার ঈদে আমাদের কারাগারে প্রায় ১ হাজার ৬০০ বন্দি রয়েছেন। ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছিলাম। তবে গত দুই বছরের মতো এবার গরমের কারণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। ঈদের দ্বিতীয় দিনে আজ বন্দিদের পরিবারের সদস্যদের নিয়ম মেনে সাক্ষাতের সুযোগ ছিল।

ঈদে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের মধ্যে ছিল সকালে পায়েস ও সেমাই। দুপুরে পোলাও, গরু ও খাসির মাংস এবং ডিম ও কোল্ড ড্রিংস। এছাড়া রাতে ছিল সাদা ভাতের সঙ্গে আলুর দম ও রুই মাছ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।