ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নৈশপ্রহরীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
বগুড়ায় নৈশপ্রহরীকে হত্যা ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলায় প্রধান ডাকঘরের অফিস সহকারী ও নৈশপ্রহরী প্রশান্ত আচার্য নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত প্রশান্তের ভাই গোবিন্দ আচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রশান্ত আচার্য বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া ঘাট এলাকার বাসিন্দা। তিনি প্রধান ডাকঘরের অফিস সহকারী হলেও ঈদ উপলক্ষে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোস্ট অফিসে ৪৩ লাখ টাকা গচ্ছিত ছিল। সেখান থেকে টাকা খোয়া যেতে পারে। ডাকঘরে কর্মরত অনেকে দাবি করেন। প্রশান্তকে খুন করা ছাড়াও বেশ কিছু টাকা পয়সা খোয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে ডাকাতির চেষ্টা মনে করছে। ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন কাজ করছে। মূল ভোল্ট দুর্বৃত্তরা কাটার চেষ্টা করেছে। তবে কী কী খোয়া গেছে তালিকা করার পর জানা যাবে।

এদিকে প্রশান্তের ভাই গোবিন্দ আচার্য বলেন, ঈদ উপলক্ষে ভাইয়ের ডাকঘরে রাতের ডিউটি ছিল। আমিও এখানে চাকরি করি। সকালে অফিসের বারান্দায় ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। প্রশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অনেকে বলছে ডাকাতি। কিন্তু ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। হত্যার ঘটনা চাপা দিতে ডাকাতির নাটক সাজানো হয়েছে। অফিসের অনেকেই প্রশান্তকে হিংসা করতো। তাদের ধরলেই জানা যাবে কীভাবে কী হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা মনে হচ্ছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রশান্তকে খুন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই গোবিন্দকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে পোস্ট অফিসের কিছু খোয়া গেছে কি না এটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। সবগুলো দিক সামনে রেখেই তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।