ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় পড়ে জেলে নিখোঁজ, হুরাসাগরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
যমুনায় পড়ে জেলে নিখোঁজ, হুরাসাগরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মো. শওকত সরকার (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।  

অপর এক ঘটনায় কামারখন্দে হুরাসাগর নদীতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই এলাকায় যমুনা নদীতে নিখোঁজ হন শওকত সরকার। তিনি বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।  

অন্যদিকে, এদিন (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হুরাসাগর নদীতে ডুবে প্রাণ যায় শিশু আরিয়ানের। সে ওই গ্রামের শওকত হোসেন বাবুলের ছেলে।  

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা জানান, ভাই ও ভাতিজার সঙ্গে সোমবার (২৪ এপ্রিল) রাতে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান শওকত সরকার। ফেরার পথে মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে এলাকার ঘাটে পৌঁছানোর আগেই নৌকা থেকে পড়ে তলিয়ে যান শওকত। পরে জাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।  

অপরদিকে, শিশু আরিয়ানের বাবা শওকত হোসেন বাবুল বলেন, মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে হুরা সাগর নদীর পানিতে আরিয়ানকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। তাকে উদ্ধার করে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।