ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে বাসের ধাক্কায় ভবঘুরে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
উজিরপুরে বাসের ধাক্কায় ভবঘুরে যুবক নিহত

বরিশাল: বরিশালের উজিরপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ভবঘুরে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। ঠিক সেইসময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এসময় ওই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাতে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিহত যুবক ইচলাদী বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ সদস্য পাঠানোর পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।