ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি ইউনিয়ন পরিষদ পাড়ার মুখলেসুর রহমানের ছেলে সাকিব (৭)।

দলদলী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু জানান, বিকেলে ঝড় ও শিলা বৃষ্টির মধ্যে ইউনিয়ন পরিষদ পাড়ার মো. মুখলেসুর রহমানের দু’ছেলে সাকিব ও মো. হাকিম আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে সাকিবের মৃত্যু হয় ও হাকিম আহত হয়। হাকিমকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।