ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

নিহত খলিলুর ওই গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিজের চড়ানো গরু আনতে যান খলিলুর। ধান ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।