ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিবি পরিচয়ে রেশনের মালমাল বিক্রির নামে প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ডিবি পরিচয়ে রেশনের মালমাল বিক্রির নামে প্রতারণা

ঢাকা: রাজধানীর শাহআলী থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রেশনের মালামাল কম মূল্যে বিক্রির নামে প্রতারণার অভিযোগে এনামুল হক মনির নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, গত ১৪ এপ্রিল হযরত শাহআলী মাজারে অভিযুক্ত মনিরের সঙ্গে পরিচয় হয় আব্দুর রহিম নামে এক ব্যবসায়ীর। তখন মনির নিজেকে ডিবি পুলিশের এএসআই পরিচয় দিয়ে আইডি কার্ড দেখান।

কথাবার্তার একপর্যায়ে মনির বলে তার কাছে প্রায় চার টন রেশনের ডাল, চিনি ও তেল আছে। আব্দুর রহিম এগুলো বিক্রি করে দিলে বিনিময়ে তাকে লভ্যাশং দেবে মনির। পরের দিন মনির জানান, ডাল ও চিনি বিক্রি হয়ে গেছে। শুধু এক হাজার ৫০০ লিটার তেল বাকি আছে।

তেল ডেলিভারি নেওয়ার সময় রেশন স্টোর ইনচার্জকে এক লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। তার কাছে দেড় লাখ টাকা আছে, বাকি ৩০ হাজার টাকা দিলে মনির পণ্য দিতে পারবে। ভুক্তভোগী রহিম মনিরের কথা বিশ্বাস করে ১৬ এপ্রিল বিকাশে ৩০ হাজার পাঠান। কিন্তু মনির পণ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকে। তখন আব্দুর রহিম বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন।

এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৮ এপ্রিল) শাহআলী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, ডিবির কটি পরিহিত ছবি ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার এনামুল হক মনিরের বিরুদ্ধে ময়মনসিংহ সদর থানায় একটি দস্যুতার মামলা রয়েছে বলেও জানান শাহআলী থানার ওসি মো. আমিনুল ইসলাম। ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।