ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুপচাঁচিয়ায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
দুপচাঁচিয়ায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুল করিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল ওই উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম পোড়াদহ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভিক্ষাবৃত্তি করতেন।  

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মৃগী রোগী ছিলেন। শনিবার সকালে তিনি গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে ভিক্ষাবৃত্তি শেষে ওই এলাকায় আনোয়ারের পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে ডুবে মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে আব্দুল মরদেহ উদ্ধার করে পুলিশ।  

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজাউদৌল্লা সুজা জানান, নিহত আব্দুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।